জুলাই ২০১৯ সংখ্যার প্রশ্নাবলী

১.মুসলিম সাহিত্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
উত্তর:
২. SMS এর পূর্ণরূপ কী?
উত্তর:
৩. ইখতিয়ার উদ্দিন মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয় করেন কত সালে?
উত্তর:
৪. বাংলাদেশের প্রথম মহিলা এভারেস্ট বিজয়ী কে?
উত্তর:
৫. ২০২৩ সালে ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:
৬. বাংলাদেশের প্রশস্থতম নদী কোনটি?
উত্তর:
৭. ‘মায়াবী পর্দা দুলে ওঠো’ কার রচনা?
উত্তর:
৮. বিশ্ব জনসংখ্যা দিবস কবে?
উত্তর:
৯. কোন সাহাবীকে সাইফুল্লাহ বা আল্লাহর তরবারী বলা হয়?
উত্তর:
১০. কোন মশা ডেঙ্গু জ্বরের বাহক?
উত্তর:


* উত্তর লিখে স্ক্যান করে বা ছবি তুলে কিশোর পাতার ই-মেইলে ([email protected]) অথবা উপরের অংশ কেটে ডাকযোগে পাঠাতে হবে। * সঠিক উত্তরদাতাদের মধ্য হতে লটারীর মাধ্যমে বিজয়ী তিনজনকে দেয়া হবে আকর্ষণীয় পুরস্কার।


এপ্রিল ২০১৯ সংখ্যার সমাধান

১. অগ্নিবীণা ২. তুলা গাছকে ৩. মুক্তিযুদ্ধ ও আল মাহমুদের ৪. সূরা আল ফাতিহা ৫. আবুল হোসেন ৬. হযরত ওমর ফারুক (রা.) ৭. ডাকার ও ফ্রাংক ৮. ভিটামিন কে ৯. নবাব আব্দুল গনি ১০. চট্টগ্রামে।

এপ্রিল ২০১৯ সংখ্যার সঠিক উত্তরদাতা
আল মাহমুদ ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া; ইমরান হোসেন, চট্টগ্রাম; মাকসুদুর রহমান, ফরিদগঞ্জ, চাঁদপুর; মীর আবু জাফর, রুস্তমপুর, চারঘাট, রাজশাহী; মিরাজ হোসেন, রায়পুর, লক্ষ্মীপুর; নাফিজুর রহমান, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার; গালিব জুলকারনাইন, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার; তাওসীফ উল্লাহ, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার; সাইফুল আলম, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার; সাকিব হাসান, মিরপুর-১, ঢাকা; আফসানা সুলতানা মীম, নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মাইজদি কোর্ট, নোয়াখালী; মুহাম্মদ ইমরান, সুখছড়ি, লোহাগাড়া, চট্টগ্রাম; সুলতান মাহমুদ, রায়নগর, শিবগঞ্জ, রাজশাহী; এস এম রবিউল ইসলাম, চাপারহাট, কালীগঞ্জ, লালমণিরহাট; আশরাফুল ইসলাম, ধানমণ্ডি, ঢাকা; ইউনিভার্সিটি ল্যাবরেটরি কলেজ, ঢাকা।
(আরো অনেকেরই উত্তর সঠিক হয়েছে। তবে পূর্ণাঙ্গ নাম-ঠিকানা উল্লেখ না থাকায় তাদের নাম এখানে দেয়া গেলো না।)

এ মাসে পুরস্কার পেলো যারা
১. আবির হাসনাত বর্ণ, ষষ্ঠ শ্রেণি, কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার।
২. নীলেশ সাহা, নোয়াখালী জিলা স্কুল, নোয়াখালী।
৩. মাসুদ রানা, ষষ্ঠ শেণি, ধানমণ্ডি, ঢাকা।
(পুরস্কারপ্রাপ্ত তিনজনকে কিশোর পাতার মেইলে / ফেসবুক পেইজের ইনবক্সে বর্তমান ঠিকানা দিয়ে পুরস্কার বুঝে নেবার অনুরোধ করা হলো।)

Share.

মন্তব্য করুন