রূপে ঘেরা বাংলা আমার
রূপের রাণী ভাই
আঁধার ফুঁড়ে রাত্রি হলে
জোনাক জ্বলে তাই।

রোদ ঝুরঝুর মেঘলা দুপুর
মিষ্টি চাঁদের হাসি
বাংলা তোমার আলো বাতাস
ভীষণ ভালোবাসি।

পায়রা ডাকে মধুর সুরে
বাকুম বাকুম বাক
ঝিল্লি ঝাঁটি কুদুম বনে
হলদে পাখির ঝাঁক।

Share.

মন্তব্য করুন