মাঠ পেরিয়ে ঘাট পেরিয়ে একা পথে চলি
ইচ্ছে হলে মনের কথা আকাশটাকে বলি।
ভোর আকাশে পাখিগুলো যখন ডানা মেলে,
আমি তখন জেগে উঠি সূর্যি মামা এলে।

গায়ে মেখে সূর্যের আলো দু’পা মেলে হাঁটি,
তখন দেখি সবুজ হয়ে থাকে আমার গাঁ’টি।
ডাকি তখন দু’হাত তুলে পুকুর পাড়ে এসে,
পাপড়ি মেলে ফুলগুলো সব থাকে শুধু হেসে।

ফিঙে নাচে তিড়িংবিড়িং দেখি দু’চোখ ভরে,
তখন আমার সময় কাটে ফিঙে রাজা ধরে।
হাওয়ার তালে খেলা করি ফুল পাখি সব নিয়ে,
রাস্তা হলো আঁকাবাঁকা সবুজ বনে গিয়ে।

Share.

মন্তব্য করুন