দিন আনি দিন খাই মজদুর আমরা
ভোগ আছে সুখ আছে বড়লোক তোমরা।

গাড়ি বাড়ি তোমাদের ব্যাংকে টাকা
ঘাম ঝরে আমাদের পকেট ফাঁকা।
বুক ফুলে চলে যাও সমাজের হোমরা
ভোগ আছে সুখ আছে বড় লোক তোমরা।

আমাদের কিছু নেই বাস্তুহারা
হাসি গানে তোমাদের ফলগুধারা।
উড়ে উড়ে দাও দোলা ফুলে ফুলে ভোমরা
ভোগ আছে সুখ আছে বড় লোক তোমরা।

সারাদেশে সংখ্যায় আমরাই বেশি
কাজ করে খেটে খাই শক্ত পেশী।
থাকবো না নত আর করি মুখ গোমরা
দিন আনি দিন খাই মজদুর আমরা।

Share.

মন্তব্য করুন