ধুতরো গাছের সবুজ ডালে একটি সবুজ খামে
হলুদ রঙের একটি পাখি হঠাৎ হঠাৎ নামে।
হলুদ পাখির হলুদ রঙের ছোট্ট বাঁকা ঠোঁটে
কী যে অবাক গানের ভাষা নাচের তালে ফোটে!

গান গেয়ে সে মাতিয়ে রাখে সবুজ গাছের পাতা
দুলতে থাকে সাথে সাথে চিকন ডালের মাথা।
ডালের মাথায় বসে বসে সেই সে হলুদ পাখি
করতে থাকে মনের সুখে শুধুই ডাকাডাকি।

আয়রে হলুদ, হলুদ পাখি, আয় সবুজের খামে
আদর করে গান-কবিতা লিখবো রে তোর নামে।
তোরে বড়োই ভালোবাসি হলদে পাখি সোনা
তুই শেখাবি উড়তে আমায় ছাড়তে ঘরের কোণা!

ফুলের বনে হারিয়ে যেতে শেখাবি তুই কবে?
শেখাবি তুই উঠতে মেতে মধুর কলরবে।

Share.

মন্তব্য করুন