আকাশের নীলজুড়ে শাদা শাদা মেঘ করে ভিড়
ঘন কালো মেঘমালা এই বুঝি হলো চৌচির!
এই বুঝি নেমে এলো ধুয়ে দিতে ধুলোভরা মাঠ
এই বুঝি থইথই হাবুদের পুকুরের ঘাট।

শালুকের গায়ে বুঝি এই লাগে বৃষ্টির ছাঁট
এই বুঝি চুকে গেলো খেলাধুলা সকালের পাঠ!
বিজলির সাথে সাথে শিলা পড়ে ভয়ে কাঁপে বুক
জানালায় চোখ রেখে এক মেয়ে কাশে খুকখুক।

তার চোখে ধরা দেয় বৃষ্টিতে ভেজা কালো কাক
শীতে কাঁপা গরুটার একটানা সকরুণ ডাক।
শো শো বাতাসের বেগ বাড়ে কালো হয় দিক
এরই ফাঁকে আসমানে সূর্যটা হেসে ওঠে ফিক!

মেঘ পড়ে রোদ ঝরে কী আজব আমাদের দেশ
কী অবাক বৈশাখ ষড়ঋতু আর পরিবেশ!
বৃষ্টির ফাঁকে ফাঁকে ওড়ে পাখি ঠোঁটে তোলে গান
কী মধুর ভাষা তার কী আজব তার অভিধান।

বৃষ্টির শেষ হলে পথে নামে শিশুদের দল
কাদাজলে খেলাধুলা হাসিমুখে গান কোলাহল।
আকাশের বুকজুড়ে শাদা শাদা মেঘ হলে ভিড়
সন্ধ্যার পাখিরাও গান করে কিচিরমিচির।

Share.

মন্তব্য করুন