লাউয়ের ডগায় সূর্য নামে
সীমের মাচায় রবি
মেঠো পথে ছুটছে রাখাল
কী অপরূপ ছবি!

কৃষক নেয় বুক ভর শ্বাস
মাটির সোঁদা গন্ধে
বটের শাখায় ঘু-ঘু ডাকে
ঝিম দুপুরের ছন্দে।

গরুর গাড়ির চাকা চলে
তুলে পথের ধুলো
ভাওয়াইয়া গান আকুল করে
মুগ্ধ বনের ফুলও!

ধানের মাঠে কাকতাড়ুয়ার
ফিঙেটা হয় সাথী
হিজল গাছে জোনাক জ্বলে
আলো সারা রাতি।

পুকুর পাড়ে ঝোপের মাঝে
ঝিঁঝি করে গান
এ যে আমার গ্রামের ছবি
গ্রামই আমার প্রাণ।

Share.

মন্তব্য করুন