শিক্ষক ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক : বলতো কামাল, আইনস্টাইনের জন্ম ও মৃত্যু সাল কত?
কামাল : জানি না, স্যার!
এবার অপর ছাত্রকে প্রশ্ন করলেন-
শিক্ষক : আচ্ছা, তুমি বলতো জামাল?
জামাল : ১৮৭৯-১৯৫৫
কামাল : স্যার, এটা তো আমিও জানি; বইয়েই তো দেওয়া আছে।
শিক্ষক : তাহলে বলোনি কেন?
কামাল : স্যার, আমি মনে করেছিলাম ওটা আইনস্টাইনের মোবাইল নাম্বার!

শিক্ষক অন্যমনষ্ক ও উদাস ছাত্রটিকে জিজ্ঞেস করলেন-
শিক্ষক : বলতো সালাম, ছাত্র-ছাত্রীরা কোন বাক্যটি সবচে বেশি উচ্চারণ করে থাকে?
ছাত্র : জানি না, স্যার!
শিক্ষক : ভেরি গুড, একদম সঠিক জবাব দিয়েছো তুমি!

ছেলে ও মায়ের মধ্যে কথা হচ্ছে-
ছেলে : মা মা, বাবা গতকাল যে নারিকেল তেল নিয়ে এসেছিলো সেটা তো একদম ভালো না।
মা : বলিস কি? তোর বাবা তো গতকাল গাম কিনে এনেছিলো!
ছেলে : আচ্ছা, সেজন্যই তো মাথা থেকে টুপিটা খুলতে পারছি না!

চেম্বারে ডাক্তার ও রোগীর মধ্যে কথা হচ্ছে-
ডাক্তার : আপনার কী হয়েছে?
রোগী : স্যার, অসুখ হয়েছে।
ডাক্তার : কী অসুখ?
রোগী : ইয়েস ওয়াটার!
ডাক্তার : কী?
রোগী : স্যার, আপনি এতো বড় এমবিবিএস করা ডাক্তার, ইংলিশ বোঝেন না?
ইয়েস মানে হাঁ আর ওয়াটার মানে পানি। যাকে বলা হয় হাঁপানি!

গ্রন্থনা : আহমেদ সারওয়ার সাকিব
চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম।

Share.

মন্তব্য করুন