পাখির ডাকে যদি তোমার
নিদ্রা ভেঙে যায়
বুঝে নিও এসেছে আজ
বসন্ত এই গাঁয়।

ফুলের গন্ধে নাসিকা পায়
সুরভিত মন
বসন্তেরও রঙের বাহার
ফুলে-ফুলে পণ।

নীল আকাশে রঙধনুরা
যদি রঙিন হয়
পূর্ণিমা রাত বসন্ত পায়
পিছু ফেলে ভয়।

সে ফুল হয়ে ফোটে বনে
ফুলের ঢালায় স্বাদে
সকল ঋতুর রাণী হয়ে
বসন্ত ঘর বাঁধে।

Share.

মন্তব্য করুন