রাত্রিবেলা জোছনা আমায় উস্কানি দেয় ঘোরার,
শুকনাপাতায় লাগছে হাওয়া কাঁপছে কেশর ঘোড়ার।
যতড়ব করে জোছনা যখন পথটা দেখায় হাঁটার,
পথটি যেনো শক্ত পাটা লংকা মরিচ বাটার।

একটু পরেই সঙ্গ পেলাম একটা জোনাক দলের
দলটা নাকি উঠবে উজান শান্ত ডলুর জলের।
বললো তারা ভাবনা কিসের আমগো লগেই চলেন
আমগো মতো হলদে নয়তো জোছনা আলোয় জ্বলেন।

রাত্রিবেলা প্রকৃতিটা মেললো রূপের চাদর
চাঁদটি দেখি মেঘগুলোকে করছে অনেক আদর!
অমনি হঠাৎ সব জোনাকি তুললো খুশির জোয়ার
শুনতে পেলাম সামনে নাকি তিনটি খালের দুয়ার।

সব নিশাচর উড়ছে পাখি রক্ত করে গরম
গাছগুলো সব ঢাকছে গতর লাগছে যেনো শরম!
কত্ত মজা রাত্রিবেলা স্নিগ্ধ হাওয়া তুষার
ঘুরতে গিয়ে উঠতে উজান দেখা পেলাম ঊষার।

উঠলো বলে সব জোনাকি শক্তি নেহি বাড়ার
বললো আমায়- খোঁজ পেয়েছি আমগো থাকা পাড়ার।
আসবে মোগো ছোট্ট বাসায়; ভার তুলে নাও ঋণের,
আমগো থাকার ওই বাড়িটা চঞ্চলা নওরীনের!

Share.

মন্তব্য করুন