সবুজ বনে চলে যখন
লাল হলুদের খেলা
রূপের দেশে বসে তখন
সুখ-পাখিদের মেলা।

সমীরণের মুগ্ধ ঘ্রাণে
অলি ছোটে ফুলে
জোয়ার আসে নব প্রাণে
পরাগ-রেণু ছুঁ’লে।

নীল আকাশের সোনালি রোদ
ছন্দ তোলে প্রাণে
মনে জাগে চেতনাবোধ
স্বাধীনতার গানে।

Share.

মন্তব্য করুন