হারিয়ে গেল কোথায় সে সব
সবুজ-শ্যামল রূপ,
পাখপাখালির কিচিরমিচির
একদমই নিশ্চুপ।

ঝিল-পুকুরে নানান জাতের
টেংরা-পুঁটি কই?
থালা ভরা ইলিশ মাছ আর
নেই সেদিনের খই!

কই যে গেলো স্বপ্ন-রঙিন
শিল্পে বাঁধা ঘর,
সবুজ-মায়ার বন হয়েছে
তপ্ত মরুর চর।

ভোর বিহানে উঠতো রবি
সন্ধ্যে দিতো ডুব,
এই প্রকৃতির সজীবতায়

Share.

মন্তব্য করুন