এই বৈশাখে পাতায়-পাতায় মাতামাতি করে হাওয়া
এই বৈশাখে কুহু কুহু স্বরে কোকিলের গান গাওয়া
এই বৈশাখে রোদ গলে পড়ে, নদী হয়ে যায় থির-
সূর্যের তাপে ফসলি জমির মাটি ফেটে চৌচির।
এই বৈশাখে আমের গুটির গন্ধে উদাস মন
মাতাল বাতাসে বুনো ফুলে করে তোলপাড় সারা বন।
দুষ্টু চপল গ্রামের ছেলেরা শান্ত থাকে না মোটে,
সারাটি দুপুর হইচই কোরে ফড়িঙের পিছে ছোটে।
এই বৈশাখে কৃষকের মনে জেগে ওঠে উদ্বেগ-
হঠাৎ আকাশ ছেয়ে ফেলে ক্ষ্যাপা মারকুটে কালো মেঘ
এই বৈশাখে সন্ত্রাসী ঝড় ধ্বংস নেশায় মাতে
লক্ষ মানুষ নিষ্প্রাণ হয় প্রাকৃতিক সংঘাতে।
এই বৈশাখে ধ্বংসের পরে বাজে জীবনের গান;
এই বৈশাখে বাঙার্লির মনে ছোটে আনন্দবান।
এই বৈশাখে নতুন বছর জানায় সুপ্রভাত-
এই বৈশাখে জন্ম নিলেন কবি রবীন্দ্রনাথ।

ফারুক নওয়াজ । এই বৈশাখে

Share.

মন্তব্য করুন