চমকে তুমি যাও যে বুঝি
চাঁদের জোছনা দেখে,
ভালো লাগার পরশ আঁকো
ফুলের ঘ্রাণও মেখে,
খুঁজলে না যে এসব কিছু
কোন মহানের দান?

পাখির কণ্ঠে মধুর সুরে
জুড়ায় তনুমন,
নেয় কেড়ে মনটা তোমার
সবুজ গাঁয়ের বন,
নিয়ামতের নেক শোকরে
গাইছো রবের গান?

রবের দানের শোকর গুজার
করতে যদি পারো,
রবের রহম ফল্গুধারা
পাবে আরো আরো,
খোশ মেজাজে রবের পথে
কদম তোমার বাড়ো।

মনের মাঝে লালন করো
মহান রবের ভয়,
থাকলে মাথায় রবের ছায়া
নেই যে পরাজয়,
রবের প্রেমে ডুবতে পারলে
বাড়বে তোমার শান।

Share.

মন্তব্য করুন