তারাদের রাত ছিলো কাঁপছিল পেতলের চাঁদ
হাসছিলো সেই রাতে বাড়িটার সুবিশাল ছাদ।
সেই ছাদে চুপচাপ বসেছিলো একজন লোক
বুক ছিলো ধুকপুক মনে ছিলো সীমাহীন শোক।
মাঝে মাঝে চোখ তুলে দেখছিল নদীটার তীর
আনমনে করছিল সেই লোক একা বিড়বিড়!
ছেলে তার যোদ্ধা, বাড়ি ছাড়া আজ বহুদিন
বুকে তাই সংশয় হাহাকার ব্যথা চিনচিন।
হাত তুলে দোয়া করে- ‘খোদা, এই সুন্দর দেশ
স্বাধীনতা ফিরে পাক, ফিরে পাক সব পরিবেশ।
সব ছেলে ফিরে পাক বাবাদের মায়েদের বুক
দেশটাতে দাও খোদা স্বাধীনতা স্বর্গের সুখ।’

রাতশেষে ভোর আসে শুরু হয় পাখিদের গান
শোনা যায় দূর হতে সুমধুর ভোরের আজান।
সেই ভোরে চুপচাপ বাড়ি এসে বলে যায় কেউ
ছেলে তার নেই আর, বুকে ওঠে কান্নার ঢেউ।
গতরাতে হানাদার পেতেছিল মৃত্যুর ফাঁদ
সেই রাতে তারা ছিলো কাঁপছিল পেতলের চাঁদ!

স্বাধীনতা এসে যায় পতাকায় জেগে থাকে লাল
লাল খুনে জেগে থাকে শহীদেরা সহস্র কাল।

Share.

মন্তব্য করুন