তুমি
এই পথে হেঁটে যেতে
এই যে নরম মাটি
ধরেছিলে হাতে একটু দুধের বাটি?

এতটুকু সুখ এতটুকু দুঃখ-
তোমারে করেছে তাড়া
এইখানে
ওইখানে করেছে গৃহহারা

আঘাতে আঘাতে দিনরাত জ্বলে
হয়েছ প্রতিবাদী
ঠেকিয়ে দিয়েছ অসংখ্য বরবাদী।

তুমি
গানে-গানে প্রাণে-প্রাণে
তুললে সাড়া
তোমার বিপক্ষে দাঁড়াবে কারা?

মসজিদে-মন্দিরে পথে-ঘাটে
দেশ থেকে দেশে
তোমার বাণী যাচ্ছে তো যাচ্ছে
ভেসে ভেসে
হেসে হেসে

তুমি
আকাশের ভাষা আকাশের দাবি
করেছ রপ্ত
হে ফুল
তুমি সব মানুষের কবি-
আলোকিত নজরুল।

Share.

মন্তব্য করুন