প্রাণপ্রিয় বন্ধুরা,
কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো ও সুস্থ আছো। ফেব্রুয়ারি এলেই মনে পড়ে বাংলা ভাষা আন্দোলনের কথা। কেনই বা মনে পড়বে না? একুশে ফেব্রুয়ারির সেই রক্তঝরা দিনটি যে অমলিন এক স্মৃতিময় ইতিহাস। রক্তের কালিতে লেখা যে ইতিহাস! বাংলা ভাষার দাবিতে কত ভাইয়ের জীবন দিতে হয়েছে! সইতে হয়েছে কত না জুলুম-নির্যাতন। অবশেষে রক্তের বিনিময়ে অর্জিত হলো আমাদের বাংলা ভাষার অধিকার। আমরা পেলাম বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে। আজ তো সেই বাংলাভাষা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে পরিগণিত। কী সৌভাগ্য আমাদের। অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে পাওয়া এই ভাষা তাই আমাদের কাছে এতো প্রিয়। তাইতো কখনোই ভোলা সম্ভব নয় সেই ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি দিনটিকে। প্রতি বছর ফেব্রুয়ারি এলেই তাই আমাদের এক চোখে ভাই হারানোর বেদনার বৃষ্টি ঝরে। আর অপর চোখে বাংলা ভাষার অধিকার ফিরে পাওয়ার আনন্দে স্বপ্ন-সাগর দোলে।
ফেব্রুয়ারি মাস আমাদের জানান দিয়ে যায় যে এটা বসন্তকাল! ফাল্গুন মাস। এ সময়ে গাছে গাছে পাখি ডাকে, কোকিলের কুহুস্বরে ভরে যায় মন, আর ফুলে ফুলে ভরে ওঠে কত যে গাছের ডাল! দক্ষিণা বাতাস ঝির ঝির করে শীতল স্পর্শ ছড়িয়ে যায় মনে প্রাণে। আহা বসন্ত ঋতু তো এমনই! তাইতো তাকে বলা হয় ঋতুর রাজা! সবুজ-শ্যামল আমাদের বাংলাদেশ কী চমৎকার ছয়টি ঋতুর চাদরে মোড়ানো। প্রত্যেক ঋতুতে নতুন নতুন ভাবে সেজে ওঠে আমাদের বাংলার প্রকৃতি। চারপাশের মনোরম শান্ত পরিবেশ দেখে শুকরিয়ায় মহান রবের প্রতি আমাদের মাথা নত হয়ে আসে। মহান রবের এ এক অসীম করুণা আমাদের প্রতি। সত্যিই বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এমন সবুজ কোমল দেশ পৃথিবীর আর কোথাও নেই।
তাই তো অনেক বেশি ভালোবাসি আমরা আমাদের এই দেশকে, দেশের প্রকৃতিকে। ঠিক এভাবেই আমাদের ভালোবাসা ছড়িয়ে দেবো সকল মানুষের মাঝে। এটাই হোক আমাদের একান্ত প্রত্যয়।
আজকের আলাপন এ পর্যন্তই।
আল্লাহ হাফিজ।

Share.

মন্তব্য করুন