গাছ আমাদের বন্ধু পরম, বড়ই উপকারী,
সেই আমরা বিবেকবান গাছ কাটতে পারি?
মানুষ কিংবা জীবজানোয়ার-পশুপাখি ধরো,
গাছের ওপর নির্ভরতা, গাছেতে হয় জড়ো।

গাছ থেকে পাই কাষ্ঠ নিরেট, নানান আসবাব আর,
গাছের বাকল-ডালপালাতে রান্না যে হয় সার।
গাছের দেয়া ফুল আর ফলে হয় যে আহার খাসা,
গাছের শাখায় পাখপাখালি হর্ষে বোনে বাসা।

গাছের ছায়ায় ক্লান্ত পথিক জুড়ায় দেহ-মন,
ভারসাম্য বজায় রাখে সবুজ শ্যামল বন।
গাছগাছালি বৃষ্টি আনে, সজীব করে ঘাস,
বৃষ্টিমাখা ঘাসের জমিন কৃষক করে চাষ।

ঝড়ঝাপটায় রক্ষে পেতে গাছের তুল্য নাই,
গাছের দেহে অনেক গাছের হয় যে আবার ঠাঁই!
এসব ছাড়াও গাছগাছালির শ্রেষ্ঠ অবদান-
গাছের অক্সিজেনে বাঁচে জীব সকলের প্রাণ।

Share.

মন্তব্য করুন