খুকুর দুপুর রোদ মাখানো
সবুজ লালে ঢাকা
বন্দি থাকা ইটের ঘরে
রঙধুনু রঙ আঁকা।

তিলের খেতে চাঁদের বুড়ির
সাদা সুতার সাথে
ঘুরতে থাকে চোখটা বুজে
মনের কল্পনাতে।

কল্পলোকের গল্প ভাসে
মাঠে থাকে মন
ভালো লাগে দোয়েল শালিক
সবুজপাতার বন।

পাখির জীবন পায় না খুকু
বন্দি পড়ার ঘরে
পড়ার চাপ বাড়তে থাকে
প্রতি বছরে।

Share.

মন্তব্য করুন