শীত নেমেছেশীত নেমেছে

শীত নেমেছে হাটে মাঠে
শুকনো নদীর চড়ায়
শীত নেমেছে গানে গানে
পল্লী কবির ছড়ায়।

শীত নেমেছে খেজুর গাছে
হাশেম খানের খাতায়
শীত নেমেছে বালুর ঘাটে
পেয়ারা গাছের পাতায়।

শীত নেমেছে হাওড় বিলে
পাখির ঠোঁটে ঠোঁটে
শীত নেমেছে পূর্ব দিকে
সূর্য হেসে ওঠে।

শীত নেমেছে কাঁথায় কাঁথায়
শীতের বুড়ি হাসে
শীত সকালে মা বসে রয়
কাঠের চুলার পাশে।

শীত মানে তো ছেলেবেলা
চাদর গায়ে বাবা
বাবা বলেন মাঘের শেষে
শীত বসাবে থাবা।

শীত নেমেছেশীত নেমেছে লাউয়ের ডগায়
সবুজ মুলো শাকে
শীত দুপুরে পুকুর পাড়ে
সে আমাকে ডাকে।

শীতের কালে দিন ছোটো হয়
রাত হয়ে যায় বড়
পরীক্ষা শেষ শীত সন্ধ্যায়
শীতের ছড়া পড়।

শীত বিকেলে খেলার সাথী
রিংকু মিনা মিতু
শীত নেমেছে বাংলাদেশে
আমার প্রিয় ঋতু।

Share.

মন্তব্য করুন