নদীর পাশে সবুজ গাঁয়ে আঁকা আমার বাড়ি,
ফুলের ঘ্রাণে পাখির গানে দিন কাটাতে পারি।
যখন আমি ভোরবেলাতে জড়িয়ে থাকি ঘুমে,
সূর্যি মামা রোজ-প্রভাতে আমায় এসে চুমে।

সকাল হলে আপন কাজে রাখাল ছোটে মাঠে
বন-বাদাড়ে বেড়ায় ঘুরে উদাস বেলা কাটে।
ফুলের সাথে প্রজাপতির মিলনমেলা দেখে,
রাখাল ছেলে তাথৈ নাচে অঙ্গে সুধা মেখে।

জোনাকপোকা রাতের বেলা জ্বলে সদলবলে,
রঙিন আলো ঝলমলিয়ে ওঠে আঁধারতলে।
নদীর পানি কলকলিয়ে চলে নদীর বাঁকে,
তাইতো ভালোবাসি এ গ্রাম- আমার প্রিয় মাকে।

Share.

মন্তব্য করুন