হয় না কথা পাখির সাথে
ফুলের সাথে মেলা
নদীর পানে ডুব সাঁতারে
হাঁসের সাথে খেলা।

গাঁয়ের বাঁকা গহিন পথে
হয় না দেয়া পাড়ি
বৃষ্টি এলে দল বেঁধে সব
কাদায় গড়াগড়ি।

হয় না দেখা সন্ধ্যা রাতে
আকাশ ভরা তারা
জোনাক জ্বলা আলোর মিছিল
চাঁদের জোসনা ধারা।

Share.

মন্তব্য করুন