ছোট্ট শিশুর হাসি দেখে
মনে যেন হয়
ফুল পাতা আর সবুজ দিয়ে
বিশ্ব করবে জয়।

বুকের মাঝে তখন আমার
দোলা দিয়ে কয়
ছোট্ট শিশু স্রোতের  ধারা
কলকলিয়ে বয়।

Share.

মন্তব্য করুন