গাছের পাতায় জমছে শিশির যেন হীরের কণা, শীত সকালে বাইরে যাওয়া মা করেছেন মানা। খেজুর গাছে ঝরছে যে রস টুপ টুপ টুপ টুপ, ইচ্ছে করে সে রস খেতে, মা বলে যে ‘চুপ’। চুপসে আমি ঘরে বসে দেখি শীতের সকাল, নতুন চালের পিঠা খেয়ে ভরে আমার গাল। Share. Twitter Facebook Google+ Pinterest LinkedIn Tumblr Email