মা আমার
খেলার সাথী
মা আমার বন্ধু,
মাকে নিয়ে
পাড়ি দেব
ভব নদী সিন্ধ।

মা আমার
হাসি খুশি
মা আমার সেরা,
মা আমায়
করেন আদর
যতই আমি তেড়া।

মা আমার
জীবন মরণ
মা আমার স্বপ্ন,
মাকে নিয়েই
আলোর জগৎ
ভুবন জুড়ে রত্ন।

Share.

মন্তব্য করুন