এই যে নবীন ফুলকলি সব গোলাপ বেলি জুঁই
সুঘ্রাণে মন যাও কি সবার ব্যাকুল করে ছুঁই?
কেউ বেশি আর কম পাবে কেউ এমন কিন্তু নয়
উঁচু নিচুর ভেদ টেনে ফুল করে না ঘ্রাণ ক্ষয়।
ওই যে সুরুজ চন্দ্র তারা আলোর পিদিম জ্বালে
ছোট্ট বলে কম আলো পাও দেখলে কোনো কালে?
ধনীর প্রাসাদ কিংবা দীনের ছনে বাঁধা ঘরে
আলো হাসে ঠিক সমানই আগে কিংবা পরে।
মন ভুলানো ওই আকাশের বাহারি রূপ নীল
সবাই দেখে কারোর জন্য দেয় না এঁটে খিল।
ঊষায় সে যে সূর্যমুখী সন্ধ্যায় হলুদ খাম
চেনে না সে ধনী গরিব সবার একই দাম।
এই যে শোনো মন দিয়ে তাই খেলনা তুমি নও
উদার আকাশ চন্দ্র সুরুজ ফুলের মতন হও।
মানব জীবন কচুপাতার পানির সমান হয়
কর্ম কেবল বেঁচে থাকে কাল হতে কালময়।