সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের জনপ্রিয় ফিচার ভিডিও কল। বিশ্বের যেকোনো প্রান্তের প্রিয়জনের সাথে মুহূর্তের মধ্যেই সংযুক্ত হওয়া যায় ভিডিও কলের মাধ্যমে। সম্প্রতি ফেসবুক নতুন দু’টি হার্ডওয়্যার বাজারে ছেড়েছে, যার নাম- পোর্টাল। এটা কোনো অনলাইন নিউজ পোর্টাল নয়। এটা হচ্ছে ফেসবুকের নতুন ভিডিও কলিং ডিভাইস। ট্যাবলেট ঘরানার দু’টি ডিজিটাল যোগাযোগযন্ত্র, যার একটির নাম পোর্টাল ও অপরটি পোর্টাল প্লাস (পোর্টাল+)। এগুলো ইন্টারনেটে যুক্ত করে ও এতে তোমার ফেসবুক মেসেঞ্জার অ্যাকাউন্ট লগইন করে অন্যান্য ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারীর সাথে ভিডিও কল করতে পারবে। এমনকি গ্রুপ কলিংও সম্ভব। আগেই বলেছি, পোর্টালের মোট দু’টি মডেল। এদের মধ্যে পোর্টাল হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারের মতো দেখতে একটি ডিভাইস যাতে আছে ১০ ইঞ্চি সাইজের একটি টাচস্ক্রিন, ফ্রন্ট ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার। এর  স্ক্রিন রেজুল্যুশন ১২৮০ * ৮০০ পিক্সেল। অপর দিকে পোর্টাল+ এ আছে ১৫ ইঞ্চি ১৯২০ * ১০৮০ পিক্সেল রেজুল্যুশনের লম্বা একটি টাচস্ক্রিন, ক্যামেরা, মাইক্রোফোন ও স্পিকার।
উভয় ডিভাইসেই অ্যামাজন অ্যালেক্সা ভয়েস অ্যাসিস্ট্যান্ট বিল্ট-ইন আছে, ফলে ভয়েস কমান্ড দিয়ে অনেক কাজ করতে পারবে। এর এআই ক্যামেরা ভিডিও কলে থাকা ব্যক্তির নড়াচড়া বুঝে সেই অনুযায়ী ফ্রেম অ্যাডজাস্ট করে নেয়। এ ছাড়া আরও আছে নয়েজ মিনিমাইজার ও মেসেঞ্জার ভিডিও ফিল্টার/স্টিকার ও ফ্রেম। বাড়তি অ্যাপও ইনস্টল করা যাবে এতে। পোর্টালের দাম ১৯৯ ডলার, পোর্টাল+ এর দাম ৩৪৯ ডলার। দু’টি একসাথে কিনলে ১০০ ডলার ডিসকাউন্ট।

Share.

মন্তব্য করুন