পাখির ডাকে
গাছের শাখে
ভোরের মিছিল সাজে,
সবার মুখে
মনের সুখে
যিকির যেন বাজে।

প্রভাত এলে
কিরণ খেলে
সবুজ ঘেরা মাঠে,
ফুলের দেশে
হারাই হেসে
মন বসে না পাঠে।

সকাল নামে
নীলের খামে
আলো ছড়ায় আলো,
স্নিগ্ধ শিশির
কন্ঠ পাখির
মন করে দেয় ভালো।

Share.

মন্তব্য করুন