শান্ত করতে হৃদয় টাকে
চক্ষু দুটো বুজি
রবের গড়া এই পৃথিবীর
রূপ মহিমা খুঁজি।

ওই যে আকাশ ধারণ করে
রাতের স্নিগ্ধ তারা
চাঁদ হেসে যায় মিষ্টি আভায়
বেজায় নজর কাড়া।

দৃষ্টি যেদিক যায় ছুটে যায়
শুধুই সবুজ মেলা
ঘাসের ডগায় পরম সুখে
ঘাসফড়িং এর খেলা।

ভ্রমর অলি গুনগুনিয়ে
এ ফুল ও ফুল ঘুরে
দূর আকাশে গাংচিলেরা
ডানা মেলে উড়ে।

Share.

মন্তব্য করুন