বন্ধুরা,
তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা। এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেয়া হলো। এর বাকি অংশটুকু তোমরা লিখতে চেষ্টা কর। আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
-ছড়া কুটুম।

অক্টোবর, ২০১৮ মাসের ছড়া
“লাল-সবুজের এই পতাকা-
যে পতাকা গর্বের,
সেই পতাকা বুকের মাঝে
সেই পতাকা মর্মের।”
যেই পতাকায় মিশে আছে
লাখো শহীদের স্মৃতি
বিশ্ববাসী শ্রদ্ধা জানায়
এই পতাকার প্রতি।
ভোর-প্রভাতে আলো যখন
এই পতাকায় পড়ে
আমার ভাইয়ের রক্ত যেন
অঝোর ধারায় ঝরে।
ইশমাম কবির
মির্জাখীল, সাতকানিয়া, চট্টগ্রাম।

ডিসেম্বর, ২০১৮ মাসের ছড়া
“বাংলা ভাষা বাংলা ভাষা
যতই বলি মুখে
আসলে ভাই বাংলাটা যে
মিশেই আছে বুকে।”

আরো যাদের লেখা ভালো হয়েছে
আতিকুর রহমান, লক্ষ্মীপুর, রায়পুর; মামুন মহসিন, কুমিল্লা, ইবনে তাইমিয়া স্কুল এ- কলেজ; হাসিব আবরার, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ; নন্দিতা রায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুল; মাহির মোস্তাফিজ, নটরডেম কলেজ, ঢাকা।

Share.

মন্তব্য করুন