চাই হতে জ্ঞানী আর চাই হতে গুণী
সর্বদা মন প্রাণে স্বপ্নটা বুনি।
ইশকুলে যাই রোজ, ঠিকঠাক পড়ি
জানি তাই, আগে এই নিজটাকে গড়ি।

যাবে দেশ বহুদূর নেই থামা থামি
সবটাকে ছেড়ে যাক চাই এটা আমি।
হানাহানি হোক দূর, মিলেমিশে থাকি
স্বপ্নের মাঝে এই দেশটাকে আঁকি।

Share.

মন্তব্য করুন