তোমায় নিয়ে এই পৃথিবীর কাব্য-গীতি লিখি
তোমার হাতে হাতটি রেখে হাঁটতে আমি শিখি।
আমার সুখের তরে তোমার ক্লান্তি দেহের ভাঁজে
বাবা তোমার নেই তুলনা এই পৃথিবীর মাঝে।
আকাশ ছোঁবার মন্ত্র শেখাও তোমার ছায়া ধরে
পায়ের ছাপে পা ফেলে যাই এক পা দু’পা করে।
সফলতার সুখ খুঁজে পাও আমার সকল কাজে
আমার সুখের মিনার গড়ো সকাল দুপুর সাঁঝে।
বলতে তুমি আমার খোকা অনেক বড় হবি
আমি কেবল চাঁদ ছুঁয়েছি তুই ছুঁয়ে যাস রবি।
আমায় নিয়ে স্বপ্ন হাজার ভাবনা কত শত
এই পৃথিবীর কেউ হবে না বাবা তোমার মত।
অনুভবের আকাশ জুড়ে সুখ যে অবিরত
বিশ্বজুড়ে পাই না কেহ আমার বাবার মত।