রঙবেরঙের ফড়িং দেখে
খোকন হাসে ফিক করে
দাঁতগুলো চিক চিক করে
প্রশ্ন করে আমার কাছে
কী খায় এরা ক্যামনে বাঁচে?
বলো বাবা ঠিক করে।

প্রজাপতির সারা গায়ে
এত এত রঙ কেন?
মন ভুলানো সঙ যেন!
কোথায় পেলো রূপমাধুরী
কেন এত সে আদুরী
চোখ ধাঁধানো ঢঙ কেন?

খোকন সোনার প্রশ্নবাণে
হচ্ছি নাকাল রোজই তো
হয় না সুখের ভোজই তো
শাক দিয়ে মাছ ঢাকতে গিয়ে
মিথ্যে ছবি আঁকতে গিয়ে
খায় ধরা সব ডোজই তো।

Share.

মন্তব্য করুন