যে সব কচিপ্রাণের হাতে
খাতা কলম থাকবে,
পাঠশালাতে বসে বসে
রঙিন ছবি আঁকবে।
সে সব কচিপ্রাণের হাতে
হাতুড়ি আর বস্তা,
স্বর্ণ যারা আজকে তারা
হয়ে গেছে দস্তা।
অযত্ন আর অনাহারে
ধুঁকে ধুঁকে মরছে,
কেউ কি বলো ওদের হাত
একটুখানি ধরছে?
বুকটা মেলে এসো ওদের
দেবো ভালোবাসা,
তাদের হাতেই হতে পারে
দেশটা মোদের খাসা।