বাংলাদেশের শিশু কিশোর আমরা ফুলের মত
আঁধার ঠেলে আলোর পথে চলব অবিরত।
আমরা সবাই দেশের গর্ব জাতির ভবিষ্যৎ
লোভ লালসা পায় মাড়িয়ে থাকবো সদা সৎ।
কেউ বা হবো বড় হয়ে দেশের কর্ণধার
শিল্পী কবি বৈজ্ঞানিক ডাক্তার ইঞ্জিনিয়ার।
আর্ত মানবতার সেবায় থাকব নিবেদিত
সত্য ন্যয়ের সাথে থেকে হব আলোকিত।
অসত্য ও মন্দ থেকে থাকবো সদা দূরে
মনটা তখন উঠবে নেচে গানের সুরে সুরে।
বাংলাদেশের শিশু কিশোর আমরা চাঁদের হাসি
প্রাণের প্রিয় জন্মভূমি তাইতো ভালবাসি।

Share.

মন্তব্য করুন