আসসালামু আলাইকুম।
আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। ঋতু হিসাবে এইতো এলো শরৎকাল। আর শরৎ মানেইতো জানো, বাংলার প্রকৃতিতে লাগে দিন বদলের হাওয়া। কী চমৎকার চারপাশ! শুধু কি কাশফুল? এ সময়ে গ্রামের মেঠো পথে, ঝোপ-জঙ্গলে আরো কত্ত ধরনের নাম না জানা ফুল ফোটে। সেসব ফুলের দৃশ্য যেমনই মনোরম, তেমনি সুন্দর। এসব মিলিয়ে আমাদের গ্রাম বাংলার এক চিরচেনা ঐতিহ্যবাহী ঋতু-শরৎ। পৃথিবীর আর কোনো দেশের সাথে গ্রাম বাংলার এই দৃশ্যের মিল নেই। এ এক পরম পাওয়া আমাদের জন্য। মহান ¯ষ্টার সৃষ্টি এ ধরনের কত যে অপরূপ দৃশ্য আমাদের জন্য রয়ে গেছে, তার কোন ইয়ত্তা নেই।
আগস্ট মাসে এবার এলো ঈদুল আজহা। কী আনন্দ! কী যে খুশি। আনন্দ ও খুশির ঢল বয়ে যাচ্ছে সকল মনে-প্রাণে। কিন্তু এটাও খেয়াল রাখতে হবে যে, ঈদুল আজহা শুধুমাত্র আনন্দ বা খুশির জন্য নয়, এটা আত্মত্যাগের এক মহান গরিমা। ঈদুল আজহার সেই ত্যাগ ও কোরবানির শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। আজকের আলাপন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।

Share.

মন্তব্য করুন