প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তোমাদের জন্য রইলো আমাদের আন্তরিক দোয়া ও শুভেচ্ছা।
এবারও তোমাদের জন্য একটি কবিতার অংশবিশেষ দেওয়া হলো। আশা করি খুব দ্রুত এর বাকি অংশটুকু লিখে পুরো
কবিতাটি পাঠিয়ে দেবে। নিয়ম তো জানই। তবে আর দেরি কেন? আজই বসে যাও সম্পূর্ণ ছড়াটি লেখার জন্য।
আবারও বলছি, লেখার সাথে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে ভুলো না যেন। সেই সাথে কোন মাসের ছড়া- সেটাও
হেডিংয়ে লিখবে।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
– ছড়া কুটুম
জুলাই, ২০১৮ মাসের ছড়া
‘আমরা কিশোর নইতো তবু
ছোট্ট এতটুকু
আলোর খোঁজে তাই ছুটেছি
আমরা খোকা-খুকু।’
মে, ২০১৮ মাসের ছড়া
‘কারোর মনে অনেক দুখ
কষ্ট থরে থরে
আমার সুখ বিলিয়ে দেবো
সকল ঘরে ঘরে।’
পথের ধারে কত মানুষ
পায় না খেতে আহার
দিনের পর দিন তাইতো তাদের
থাকতে হয় অনাহার।
আমিও মানুষ ওরাও মানুষ
বিভেদ তবু কেন?
সুখে দুখে ওদের সাথে
থাকতে পারি যেন।
আবুল হোসাইন
গ্রামঃ লহুচাঁদ
পোস্টঃ চৌরঙ্গী বাজার
উপজেলাঃ হরিপুর
জেলাঃ ঠাকুরগাঁও।
Share.