স্বাধীনতার রেশ
মিজান ফারাবী

আজো মানুষ লুণ্ঠিত হয়
মুখোশধারীর হাতে
গুম খুনেতেই মানুষ মরে
সকাল কিংবা রাতে।

ভাই হারিয়ে নিঃস্ব যারা
হারায় মনের আশা
জনজীবন দেখছে মানুষ
স্বাধীনতার ভাষা।

জীবন দিয়ে আনলো যারা
দেশের স্বাধীনতা
তাদের বুকে স্বপ্ন ছিলো
ফিরবে মানবতা।

হলদে পাখি
আরিফ শাওন

পাশেই যখন উড়ে উড়ে
যাচ্ছে হলদে পাখি
ইচ্ছে হলো পাখিটারে
একটু করেই ডাকি।

বাসায় বসে এই পাখিটা
করছে মাতামাতি
সুখের-দুঃখের স্মৃতি নিয়ে
করছে হাতাহাতি।

হলদে পাখির একটি ডানা
নষ্ট হলো কবে?
সেই থেকে যে উড়তে মানা
বুঝবে কে আর কবে?

স্বাধীন মনের স্বাধীন পাখি
বাসায় বসে থাকে
হলদে ডানার হলদে পাখি
দেখবে কে আর তাকে।

স্বাধীনতা
হাসিব মাহমুদ

স্বাধীনতা আনতে গিয়ে
বোন হারালো ভাই
মায়ের বুকের ক্ষত রেখা
আজও শুকায় নাই।

রক্তনদী সাঁতরে পেলাম
স্বাধীনতার সুখ
স্বর্গ সুখের স্বাধীনতায়
গর্বে নাচে বুক।

শহীদ যারা
হাসান আলী

আজকের এই সোনার সকাল
দেখছি যাদের কল্যাণে,
তাদের প্রতি শ্রদ্ধা জানাই
তাইতো আমি প্রাণপণে।
রক্ত দিয়ে আনলো যারা
খুশি সবার ওই প্রাণে,
স্মৃতি তাদের মিশে আছে
সরষে ফুলের সুঘ্রাণে।

সোনার দেশে
আরিফ হোসেন সবুজ

সোনার দেশে সবুজ রঙে
মনটা আমার জুড়ে
ক্ষেতের ধারে তাল গাছেতে
বাবুই পাখি উড়ে।

নৌকা চালায় নদীর বুকে
মাল্লা ভাইয়ে হেসে
সুরে সুরে গান গেয়ে যায়
দেশকে ভালোবেসে।

সুবাস ছড়ায় ফুল বাগিচায়
নানান রকম ফুলে
মৌমাছিরা মধু ছেঁকে
গান শুনিয়ে দুলে।

ঘরের কোণে জোনাক জ্বলে
রাত্রি যখন আসে
কিরণ মেখে দাঁড়ায় এসে
চাঁদ মামাটার পাশে।

পরাধীনতা
জয়নব জোনাকি

স্বাধীনতার সূর্যটা আজ
আসছে যাদের হাতে
নানান জনের মতে,
উদিত সেই স্বাধীনতা-
অস্ত যাবার পথে।

স্বাধীনতা আনছে কি আজ
অর্থনৈতিক মুক্তি?
কৃষক মজুর পেয়েছে কি
স্বাধীন থাকার চুক্তি!
দাপট যার মুক্তি তার
এটাই এখন যুক্তি,
স্বাধীনতার দেয়ালিকায়
ভুলে ভরা উক্তি।

থাকবে না বাস্তবে
আবু ইউসুফ সুমন

তোমায় আমি শোনাবো আজ সত্যিকারের গল্প
যাদের কথা বলছি শোনো বয়স তাদের অল্প।
তাদের অনেক নাম রয়েছে, এই যে মনে করোÑ
নিগৃহীত টোকাই কিংবা পথ শিশুই ধরো।

তোমরা যখন স্কুলে যাও জ্ঞান ভুবনের কাছে
ওদের ঘিরে ঠিক সে সময় ক্ষুধার দৈত্য নাচে।
সেই দানোকে তৃপ্তি দিতে তাইতো তারা রোজ
দিশেহারা কাকের মত খাবার করে খোঁজ।

ভিক্ষাবৃত্তি, ঝুঁকির এবং টুকটাক সব কাজে
ক্ষুদার দানোর তৃষ্ণা মেটায়, কষ্টে হাসার মাঝে!
তোমরা ঘুমাও রঙিন সুখে আলিশানের পর
কিন্তু তাদের ভালো মতো নেইতো থাকার ঘর।

কিভাবে ঠিক থাকছে বলো, কেমন আছে তারা?
এ প্রশ্নও কেউ করে না স্বার্থ বা লাভ ছাড়া।
হয় না পূরণ আবশ্যক ঐ মৌলিক অধিকার
নিষ্পাপ হয়েও অভিশাপের হচ্ছে শিকার!

জীবন এখন উন্নত খুব পালটে গেছে সব
কিন্তু এদের অবস্থায়টায় আসেনি বিপ্লব।
তাই এখনি ওদের দিকে দৃষ্টি দিতে হবে
তবেই তখন এ গল্প আর থাকবে না বাস্তবে!

সূর্যি গায়ে রক্ত
জালাল উদ্দীন ইমন

হাজার রূপের সূর্য উঠে
পূর্বাকাশে দুলছে
সেই রূপেরই প্রেমে পড়ে
পাখি ডানা মেলছে।

সূর্য মামার হলদে গায়ে
কে লাগালো রক্ত
রক্ত মেখে লাল হয়েছে
সারা ভুবন তপ্ত।

সূর্য মামার সকাল ওঠা
বন্ধ করতে চায়
মুখের কথার বলা জন্য
রক্ত দিয়ে যায়।

রক্ত পানি মিশে গিয়ে
নদীর মোহন লাল
সেই নদীতে বৈঠা হাতে
মাঝি তোলে পাল।

পাল উঠাতে টান ধরেছে
ফেব্রুয়ারির গান
বাংলা ভাষায় বলতে কথা
যারা দিলো প্রাণ।

বইয়ের সাথে জীবন
এম মঞ্জুর মোরশেদ

বইয়ের সাথে জীবন গড়ি
বইকে ভালোবাসি,
বই যে আমার দুঃখ সুখের
স্বপ্ন রাশি রাশি।

বইয়ের সাথে মিলব আমি
ভাল-মন্দ বুঝতে,
বই যে আমার সহায় থাকে
জীবন বাতি খুঁজতে।

আলোর পথে চলতে হলে
বইকে করো সাথী,
যে বই তোমায় দিতে পারে
আঁধার ঘরে বাতি।

বই পড়ো তাই বই পড়ো
জানবে অনেক কিছু,
বই তোমাকে দিবে মান
করবে নাতো নিচু।

কল্পনা
মুফাজ্জল ইসলাম

হতাম যদি ছোট্ট পাখি
থাকতো দু’টি ডানা
সুদূর আকাশ যেতাম উড়ে
করত না কেউ মানা।

ইচ্ছে আমার অনেক দিনের
ঘুরবো সারা দেশ
মনের সুখে যাবো ছুটে
মিছেই ছদ্মবেশ।

[প্রবাসী,
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।]

Share.

মন্তব্য করুন