কে জি মোস্তফার কবিতা
ঋতুর নাম হেমন্ত
ষড় ঋতুর বাংলাদেশে
একটি নাম হেমন্ত
ভূ-প্রকৃতির কোলে আজ
পড়ে আছে ঘুমন্ত।
গ্রামগঞ্জ নগরায়ণ
কী যে মতিগতি
উজাড় হলো বন-বাদাড়
হাজার প্রজাপতি।
খাল-বিল শুকিয়ে গেছে
মাছ নেই পানিতে
কারণটা যে কিবা তার
কেবা পারে জানিতে!
পরিবেশ দূষণে আজ
বাঁচা মরার লড়াই
কেমন করে টিকবে প্রাণী
হেমন্তকে ছাড়াই!
মানবতা
ফজলুল হক তুহিন
জ¦লছে মানুষ পুড়ছে মানুষ
মরছে মানবতা,
হাহাকারে বাতাস ভারী
বুকে করুণ কথা।
খুনের পথে রক্ত নদী
আগুন হৃদয় মাঝে,
দুঃখ শুধু জীবন জুড়ে
সকাল দুপুর সাঁঝে।
আর কতো কাল আরাকানে
বাস্তুহারা
রক্তধারা
চলবে,
এবার সাহস গর্জে ওঠে
বশ্বিজুড়ে
উতাল সুরে
জ¦লবে।
হেমন্তের স্বর্গ-
তমসুর হোসেন
বিশাল এক পাখির মত আকাশ মেলেছে ডানা
সাদা মেঘের নরম পালক চাঁদিনীর আল্পনা।
শান্ত স্নিগ্ধ দিন ভেসে যায় হাওয়ার বৈঠা টেনে
ক্ষেতের আলে বিভোল কিষাণ স্বপ্নের চারা বোনে।
খড়ের গাদায় হেমন্তকাল রোদে শুকায় দেহ
আকাশ মেশে মাটির সাথে সুখের সমারোহ।
কখন হল রূপের রানী কচি ধানের চারা
ভাবতে গিয়ে কিষাণ বধূ আনন্দে খেই হারা।
প্রাণের কাছে অস্ত উদয় অনুপম সে সুর
হেমন্তের এই মধুর ক্ষণে আসলো কাছে দূর।
মাঠের পরে মাঠ সাজানো দুলছে ধানের শীষ
স্বর্গ যেন আসছে নেমে ধরায় অহর্নিশ।
দিলে সাহস দাও-
হেলাল আনওয়ার
আল্লাহ তোমার ছায়াতলে
রোহিঙ্গাদের নাও
মদদ করো হে দয়াময়
সাহস দিলে দাও।
হৃদয় ওদের করো প্রভু
বদর বাসীর মতো
কাফির ভয়ে ওরা যেন
হয়না কভু নত।
দাও না প্রভু ওদের চোখে
স্বপ্ন জাগার আশা
ওরা কেবল চায়গো প্রভু
তোমার ভালোবাসা।
হতাশ যেন হয় না ওরা
কঠিন বিপদ কালে
রোহিঙ্গাদের রহম করো
সাহস দাও পালে।
পর্যটকের বেশে-
মাহমুদ শরীফ
হঠাৎ করে ঘুমের মাঝে
স্বপ্নে দেখি পাখির সাজে
গেলাম ইরান উড়ে,
নৈসর্গিক দৃশ্য দেখে
ফিরে এলাম ডানা হেঁকে
মনটা গেল ভরে।
কাস্পিয়ানের সবুজ কুল
ভরা শত রকম ফুল
গোলাপ ইরান দেশে,
ঘুরলাম সিরাজ ইস্পাহান
মাশহাদ কোম বাখরাতান
পর্যটকের বেশে।
বন্যা-
মিনহাজ ফয়সল
গাড়ির সাথে নৌকা চলে
সিগন্যালে রয় দৃষ্টি
রাস্তাগুলো খাল হয়ে যায়
অল্প হলে বৃষ্টি।
বানের পানি ছলাৎ ছলাৎ
বাবার কাঁধে বাচ্চা
ড্রেনের পানি উপচে ওঠে
ঢেউ হয়েছে সাচ্চা।
খেলার মাঠে অট্টালিকা
বাচ্চা খেলে ছাদে
বেহাল দশা রাস্তাঘাটের
গাড়ির চাকা খাদে।
সাঁতার শিখা, নৌকা কিনা
খুব জরুরি কন না
শহরবাসী এখন বুঝে
কাকে বলে বন্যা।
পাখা
শাহাদাৎ সরকার
আমার যদি থাকতো পাখা
নীল পাখিটার মতো
হাওয়ার সাথে পাল্লা দিয়ে
উড়তাম অবিরত।
আমার পাখা নেই তো-
ইচ্ছে হলেই যখন তখন উড়তে পারি না
হাওয়ার সাথে পাল্লা দিয়ে ঘুরতে পারি না।
নেইতো পাখা-
তাই বলেতো মনটা বাঁধা নেই
ইচ্ছে হলেই মেঘের সাথে
আমি উড়াল দেই।