ঈদের আমেজ শোর পড়েছে পাড়ায়
শিশু-কিশোর খুশির বনে হারায়।

ঈদ মানে তো গোস্ত পোলাও রান্না
ঈদ মানে তো গরিব দুঃখীর
কষ্ট নদী-কান্না।

ধনীর গায়ে নতুন জামা
গরু খাসির কুরবানি
আনন্দে তাই তাথৈ নাচে
ধিনাক ধিনাক সুর-বাণী।

পকেট ফাঁকা গরিব পিতার
কষ্ট পাথর বুকে
ছেলে মেয়ের নেইতো পোশাক
কি দেবে তার মুখে!

বানের পানির ঢেউ এসেছে
ক্ষেতের ফসল নষ্ট
ঘরের মাঝে হাঁটু পানি
জীবন চলাই কষ্ট!

তাইতো ঈদের দিনে
গরিব দুঃখীর পাশে দাঁড়াই
বেহেস্ত নেই কিনে।

 

Share.

মন্তব্য করুন