মুয়াজ্জিনের ডাক শোনা যায়
আসছে নেমে ভোর,
খোদার মেহেরবানি পেতে
আলগা করো দোর।

পূবাকাশে উঠছে রবি
দিচ্ছে জ্বেলে আলো,
থাকলো না আর ধরার বুকে
তিল পরিমাণ কালো।
এমন ক্ষণে জাগতে হবে
অলসতা ঢাকতে হবে।

যুগের নাবিক হবে তুমি
আনবে বিজয় ধরে,
মেঘের আকাশ ঝলমলানো
উঠছে আলোয় ভরে।
অমানিশার রাত্রি শেষে
আবীর দেখো উঠলো হেসে।

সবুজ-শ্যামল বনবনানী
ডাকছে তোমায় শোনো,
উদার মনে প্রভুর ধরায়
ভালোবাসাই বোনো।

 

স্বপ্নডানা
শহীদুল আলম

আঁধার ফুঁড়ে উঠছে রবি উঠুক না-
বাগানজুড়ে ফুল-কলিরা ফুটুক না!
নীল আকাশে জ্বলছে তারা জ্বলুক না-
সবার সাথে প্রিয়কথা বলুক না!

কল কলা কল ছুটছে নদী ছুটুক না-
আকাশছোঁয়া উদারতা জুটুক না!
কিচির মিচির ডাকছে পাখি ডাকুক না-
হৃদয়খাতায় নিখুঁত ছবি আঁকুক না!

মুক্ত হাওয়ায় উড়ছে ঘুড়ি উড়–ক না-
মনের সুখে সারাজাহান ঘুরুক না!
চাঁদের মতো হাসছে নতুন হাসুক না-
মুক্ত আলোর ঝলকানিতে ভাসুক না!

ছন্দ-তালে খেলছে শিশু খেলুক না-
নানা রঙের স্বপ্নডানা মেলুক না!
মেঠোপথে হাঁটছে তারা হাঁটুক না-
পুকুর-নদে কাটছে সাঁতার কাটুক না!

এসব ছবি লেখক-কবি দেখুক না-
মন মাধুরী মিশিয়ে সে সব লেখুক না!

 

 

Share.

মন্তব্য করুন