ইচ্ছে করে
শাহনাজ পারভীন
ইচ্ছে করে তেপান্তরের দূর মাঠে যাই ছুটে
ছড়িয়ে পড়ি দিগি¦দিক এক-সকল বাঁধন টুটে।
শিশির মাখা ফুলের পরাগ ঝিলিক হয়ে উঠি
হাজার তারার আলোক মেলায় ফুলকি হয়ে ফুটি।
ইচ্ছে করে আঁধার রাতে আলোক মেলা হই
দূর আকাশে গগন ফুঁড়ে জ্যোৎস্না হয়ে রই।
ইচ্ছে করে সাগর তীরের ঢেউ হই থিরথির
গ্রীষ্মকালের নরম হাওয়ায় বইব ঝিরিঝির।
ভীষণ শীতের গরম ওমে জড়িয়ে থাকি রোজ
পাখির ডানায় পালক ঢেকে নেই পাখিদের খোঁজ।
ইচ্ছে করে ফুলের হাসি শিশুর মুখে মেখে-
সূর্য হয়ে হেসে উঠি মেঘ সরিয়ে রেখে।
ইচ্ছে আমার রোজ সকালে নতুন হয়ে ওঠার
জঞ্জাল সব সরিয়ে রেখে সুবাস হয়ে ছোটার।
রাঙ্গামাটির ছবি
মাহমুদুল হাসান নিজামী
গিরি বনের কোল জুড়ে ঐ মস্ত সরোবর
জলের কাচে মুখ দেখে ঐ সেগুন সবুজ বর
আকাশ ছোঁয়া কালো পাহাড় সবুজ অঙ্গসাজ
জারুল হিজল তরু ঝোপে দারুণ কারুকাজ
বসন্তেরই সন্ধ্যে শিশির ধুয়া হিমেল বায়
কালের মহা দোলক নিয়ে ঠেকছে পাহাড় গায়
হরেক জাতের মানুষ গুলোর দারুণ জীবন স্মৃতি
নতুন দিনের স্বাদ এনে দেয় নানান জীবন রীতি
বর্ণালি এই দৃশ্য দেখে থমকে দাঁড়ায় কবি
আবেগ ভরে কাব্য লেখে রাঙ্গামাটির ছবি
লিখতে গিয়ে হঠাৎ করে কলমটা যায় ঠেকে
এই মনোরম দৃশ্যগুলো কে দিয়েছেন এঁকে।
সন্ধ্যাবীনা
ইউসুফ আল আজাদ
সূর্য যেদিন অস্ত যাবে জীবন নদীর বাঁকে
যেতে হবে ঘরে ফিরে সন্ধ্যাবীনার ডাকে।
ফিরে যেতে হবে ঘরে অস্ত গেলে বেলা
যেতে হবে আপন বাড়ি রেখে সকল খেলা।
বেলা যেদিন অস্ত যাবে থামবে সকল গান
ওপাড় বসে নায়ের মাঝি নায়ে দিবে টান।
দিনে দিনে দিন ফুরালে সূর্য যাবে পাটে
আমায় নিতে বিদায় তরী আসবে জানি ঘাটে।
আমায় নিয়ে যাবে তরী সকল বাঁধন ছিঁড়ে
জীবন তরী হারিয়ে যাবে মরণ তরীর ভিড়ে।
জীবন তরী হারিয়ে গেলে আর যাবে না পাওয়া
জীবন তরী থেমে যাবে থামবে যেদিন হাওয়া।
লাটাই ঘুড়ি
সাদিক স্বপন
আকাশ খোলা নীলের মাঝে উড়ছে রঙিন ঘুড়ি
গাছের ছায়ায় রোদের জালে করছে সুতা চুরি
লাটাই হাতে গাঁয়ের বালক ওড়ায় রঙিন স্বপ্ন
কাগজ হলেও আকাশ ছুুঁতে ঘুড়িটা আজ নগ্ন।
দমকা হাওয়ায় হঠাৎ করে লাটাই গেলো ছিঁড়ে
পাখির মতন স্বাধীন পাখা ঘুড়ি পেল ফিরে
উড়ছে ঘুড়ি দুলছে ঘুড়ি ঠোকর দিলো চিলে
স্বপ্ন দেখেও ঘুড়িটা আজ হাওয়ায় গেল মিলে।